ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার
বর্তমানে অনলাইন
ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ডিমান্ডেবল পেশা হচ্ছে ডিজিটাল মার্কেটিং।সময় ও প্রযুক্তি পরির্বতন
হচ্ছে তার সাথে সাথে অনলাইন সেক্টরেও পরিবর্তন আসছে। সবাই এখন তাদের পণ্য বা সার্ভিস
কেনাবেচার মাধ্যম অনলাইন মার্কেটিং এর উপর জোর দিচ্ছে।
বলতে আর বাকি
নেই বড় বড় কোম্পানি গুলো এখন ডিজিটাল মার্কেটিং উপর আলাদা ডিপার্টমেন্ট খুলছে। তাদের
পণ্য বা সার্ভিস প্রসার করার জন্য ডিজিটাল মার্কেটিং করার জন্য লোক নিয়োগ করছে। ডিজিটাল
মার্কেটিং এখন বিশাল বড় একটা সেক্টর। অনলাইন ইন্ডাস্ট্রি টিকেই আছে ডিজিটাল মার্কেটিং
এর উপর।
এখন আপনি যদি
একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে এই সেক্টর আপনার জন্য। এখানে ক্যারিয়ার
গড়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ অনেক রয়েছে। আপনি হয়তো জেনে গেছেন এখন অনেকেই ডিজিটাল
মার্কেটিংটাকে পেশা হিসেবে নিয়ে সফল হচ্ছে।
তবে একটা কথা
অবশ্যই মনে রাখতে হবে আপনি যেকোনো পেশায় বেচে নেন না কেনো, দক্ষতা থাকলে আপনাকে কেউ
পিছনে ফেলতে পারবে না। আর ডিজিটাল মার্কেটিং পুরো সেক্টরটায় হলো দক্ষতা অর্জনের উপর
ডিপেন্ডেবল। অনলাইন জগতের মধ্যমণি হলো ডিজিটাল মার্কেটিং। যা এখন ছড়িয়ে গেছে বিশ্ব
অনলাইন বাজার জোড়ে। এই পেশায় দক্ষতা সহিত ক্যারিয়ার গড়ে তুলতে পারলে আপনাকে আর পেছনে
তাকাতে হবে না। দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে।
ডিজিটাল মার্কেটিংয়ে
দুই ভাবে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। চাকরি অথবা ফ্রিল্যান্সিং এই যেকোন এক মাধ্যমেই
আপনার দক্ষতা দিয়ে ক্যারিয়ার গড়তে পারবেন। বর্তমানে অনেকেই এখন এই দুই ভাবেই সমান তালে
কাজ করছে। সময়ও কাজের পরিধি ব্যাল্যান্স করে আপনি চাইলেও করতে পারবেন।কারণ এখন যেকোনো
স্পেশালিষ্টের চাহিদা অনেক হাই ডিমান্ডেবল।তাই সবকিছুই আপনার কাজের দক্ষতার উপর নির্ভর
করছে। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে যেকোন বিষয়ে স্পেশালিষ্ট হয়ে যান তাহলে
আপনাকে কেউ ঠ্যাকাতে পারবে না।
ক্যারিয়ার গড়তে
ফ্রিল্যান্সিং পেশা বেচে নিলে আপনি ৫-১০০ ডলার পার ডে আয় করতে পারবেন।আর আপনার প্রোফাইল
যদি ভালো হয় তাহলে আরো বেশি আয় কররা সুযোগ রয়েছে। আর ডিজিটাল মার্কেটিং এর চাকরি করতে
চান তাহলে আপনার ডিপার্টমেন্ট পদ অনুযায়ী অভিজ্ঞতা ও কাজের দক্ষতার উপর আপনার পজিশন
ও স্যালারী ডিপেন্ড করবে।আপনার অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে কোম্পানি আপনাকে দ্বিগুণ স্যালারি
দিয়ে নিয়োগ দিবে।
ডিজিটাল মার্কেটিং
কোনো ছোট খাটো সেক্টর না। খোলা আকশের মতো বিশাল বড় মাঠ। এখানে আপনি একেক বিষয়ে দক্ষতা
আয়ত্ত করে রাজত্ত করতে পারবেন। ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। উপরে ডিজিটাল মার্কেটিং
যে কয়েকটি ধাপ লিখা আছে এর যেকোনো বা সবগুলোর উপর আপনার স্কিল থাকলে আপনি ডিজিটাল মার্কেটিং
ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।
মোদ্দাকথা
-স্কিল,টাইম ম্যানেজমেন্ট,নিজের প্যাশন যদি থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং সেক্টরে ক্যারিয়ার
গড়ে আপনি আপনার লক্ষ্যে পৌছাতে খুব বেশি দেরি নেই।তাহলে এখনি সময় নিজেকে প্রমাণ করার।
স্কিল আয়ত্ত করে ডিজিটাল মার্কেটং ক্যারিয়ার গড়ে হয়ে যান একজন সফল ডিজিটাল মার্কেটার।
আমি আশা করছি
সল্প পরিসরে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি।পরবর্তী কোনো আর্টকেলে
ডিজিটাল মার্কেটিং সেক্টরে আপনি কিভাবে নিজেকে যাচাই করবেন আপনি কোন কাজে বেস্ট সে
সম্পর্কে ডিটেইলস নিয়ে আসবো।
ধন্যবাদ!
0 Comments